কর্মবিরতিতে সিলেট ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনরা হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুরের প্রতিবাদে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়।

আজ সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৩৫ নম্বর ওয়ার্ডে ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চার হামলাকারীকে আটক করেছে।

জানা গেছে, সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা এক রোগীকে সোমবার দুপুরে হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ উঠে, হৃদরোগে আক্রান্ত ওই রোগীর অবস্থার অবনতি ঘটলে স্বজনরা চিকিৎসককে পাননি। পরে ওই রোগীর মৃত্যু হলে স্বজনরা উত্তেজিত হয়ে চিকিৎসকের দুটি কক্ষ ও নার্স স্টেশনে হামলা চালান। এতে কর্তব্যরত চিকিৎসক, নার্স, আনসার সদস্যসহ চারজন আহত হন।

খবর পেয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমানসহ হাসপাতাল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার ঘটনাস্থলে যান। পরে পুলিশ এসে চারজনকে আটক করে।

এ ঘটনার প্রতিবাদে রাতেই বৈঠক করে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মো. রাকিব হোসেন বলেন, ভীতি প্রদর্শন, হুমকি, শারীরিক হেনস্তার চেষ্টা, হাসপাতালে ভাঙচুর এসব ঘটনা প্রমাণ করে হাসপাতালে চিকিৎসকদের কোনো সুস্থ কর্মপরিবেশ নেই। ইন্টার্ন চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা, দোষীদের বিচারের দাবিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়া হলো।

হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক ডা. মো. মোস্তাকিম বলেন, নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করা সম্ভব নয়। হাসপাতালে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। রোগীর স্বজনরা মৃত্যু মেনে নিতে পারেন না। তারা চিকিৎসকদের ওপর হামলা ও হাসপাতালে ভাঙচুর চালান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //