ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

ময়মনসিংহের ত্রিশালে পিকআপভ্যান চাপায় দুই নারী নিহত হয়েছেন। আজ সোমবার (৯ অক্টোবর) সকাল ৭ টার দিকে ঢাকা ময়মনসিংহ সড়কের বইলর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার উজান বইলর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী সুমি আক্তার (২০) ও একই গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, সকালের দিকে সুমি আক্তার ও আম্বিয়া খাতুন বৈলর এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় ঢাকাগামী দ্রুত গতির একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি আরো বলেন, পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। নিহতের স্বজনরা ময়না তদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //