কিশোরগঞ্জে বিএনপির হরতালে ইউএনওর গাড়ি ভাঙচুর

কিশোরগঞ্জে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করেছে হরতাল পালনকারীরা।

আজ রবিবার (২৯ অক্টোবর) সকাল সোয়া সাতটার দিকে কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে এই ঘটনা ঘটে।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার (২৮ অক্টোবর) বিকেলে শারীরিক অসুস্থতা নিয়ে কিশোরগঞ্জে চিকিৎসকের কাছে আসেন। চিকিৎসা শেষে সার্কিট হাউসে রাত্রিযাপনের পর সকাল সাড়ে ছয়টার দিকে নিজ কর্মস্থলে ফিরে যান। করিমগঞ্জ বালিখলা এলাকায় ইউএনওকে পৌঁছে দিয়ে গাড়িটি পুনরায় কিশোরগঞ্জে ফেরার পথে শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে পেছন দিক থেকে ঢিল ছুড়ে মারা হয়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে কেউ আহত হননি।

এছাড়া শহরের পুরাতন থানা লেভেল ক্রসিং এলাকায় জেলা সরণি মোড়, বটতলাসহ বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষিপ্তভাবে ওইসব এলাকায় যানবাহন চলাচল বন্ধের চেষ্টা করছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //