বাংলাদেশি পরিচয়পত্র বহনকারী ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবির থেকে বাংলাদেশি পরিচয়পত্র বহনকারী দুই রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব। এসময় এক দালালকেও আটক করা হয়। অভিযানের বিষয় টের পেয়ে পালিয়ে যায় চক্রের তিন থেকে চারজন সদস্য। 

গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা  হয়।

আটককৃতরা হলেন- উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প, ব্লক-ডি এর ছৈয়দ আহমেদের স্ত্রী সারা খাতুন (৪৩), একই ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে আবু তাহের (২৩) ও আবু তৈয়ব (২১)।

এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় তিনজন রোহিঙ্গা নাগরিকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দেন। এসময় দুইজনের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র র‌্যাবের কাছে প্রদর্শন করেন। জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তারা। এরপর বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র দুটোই জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থী তারা। দালাল চক্রের মাধ্যমে নিজেদের নামে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করে নিয়েছে। 

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র‍্যাবের এই অফিসার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //