মুন্সীগঞ্জে উপজেলা আ. লীগের কার্যালয়ে হামলা-ভাঙচুর

মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলায় পৃথক নির্বাচনী সহিংসতার ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়াও নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীর উপর হামলা এবং গজারিয়ায় আওয়ামী লীগ কার্যালয়ের চেয়ার ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে গুলিবর্ষন এবং আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকালে মারধর ও বিকেলে ভাংচরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীসমর্থকরা পরস্পরকে দোষারোপ করেছেন।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থক হেবা মোল্লা ও মহিউদ্দিন মোল্লার বাড়িতে গুলিবর্ষণ করেছে নৌকার সমর্থক শওকত দেওয়ান ও বাবুল কাজী গং। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল ইসলাম।

অপরদিকে শনিবার সকালে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোটগুহের কান্দি এলাকায় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা ও ভোট চাওয়ায় ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক হোসেনকে  মারধর করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।

মুন্সীগঞ্জ সদর সার্কেল থানার ওসি খায়রুল হাসান বলেন, মারধরের ঘটনা শুনেছি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে শনিবার বিকেলে গজারিয়ায় ভবেরচর বাজারস্থ আওয়ামী লীগের কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে। তবে কে বা কারা চেয়ার ভাঙচুর করেছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থকরা ভাঙচুর ঘটনা ঘটিয়েছে বলে নৌকার কর্মীরা অভিযোগ করেছে।

গজারিয়া থানার ওসি রাজিব খান জানান, আওয়ামী লীগ কার্যালয়ের পাশ দিয়ে স্বতন্ত্র প্রার্থী গণসংযোগ করতে যাচ্ছিলো। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ে নৌকার সমর্থকরা উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজাচ্ছিল। এ নিয়ে দুই পক্ষ তর্কবিতর্কে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কে বা কারা চেয়ার ভাঙচুর করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের সনাক্ত করতে তদন্ত চলছে।

তবে পৃথক এ ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দাখিল করেনি বলে পুলিশ জানিয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //