ভোলার ৪টি আসনেই নৌকার জয়

ভোলা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৯৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাঙ্গল প্রতীকের মো. শাজাহান পেয়েছেন ৫ হাজার ৯৫৭  ভোট।

ভোলা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১ হাজার ১০১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টি জেপির মো. গজনবী পেয়েছেন ১ হাজার ১০১ ভোট।

ভোলা-৩ আসনে নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার  ৯২৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মেজর (অবঃ) জসিম উদ্দিন পেয়েছেন ১৭ হাজার ৮৮৬ ভোট। 

ভোলা-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৪৭৮  ভোট, তার নিকটতম প্রার্থী লাঙ্গলের মিজানুর রহমান পেয়েছেন ৬ হাজার ৪৩ ভোট। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আরিফুজ্জামান বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //