গাইবান্ধায় রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গাইবান্ধায় রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আজ শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে গাইবান্ধা রেল স্টেশনে এ কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস উঠেছে সেই সময়ে ট্রেনের ভাড়া বৃদ্ধি মানুষকে সংকটে ফেলবে।

বক্তারা আরও বলেন, পরিবহন ব্যবসায়ীদের সুবিধা করে দিতে গণবিরোধী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বক্তারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের জোড় দাবি জানান।

এ সময় বক্তব্য দেন- গাইবান্ধা জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী ও সম্পাদক মণ্ডলীর সদস্য ছাদেকুল ইসলাম মাস্টার প্রমুখ।

শেষে একটি বিক্ষোভ মিছিল রেল স্টেশন চত্বর প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল যাত্রীবাহী ট্রেনের রেয়াত-সুবিধা (ছাড়) প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় সরকার। আগামীকাল শনিবার (৪ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। এতে যাত্রীবাহী আন্তঃনগর, মেইল, লোকাল ও কমিউটার-সবধরনের ট্রেনের ভাড়া বেড়েছে। তবে ১০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //