চুয়াডাঙ্গায় ভোটগ্রহণ শুরু হলেও ভোটার কম

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

কোন বড় রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আজ বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান জানান, ভোর থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয়। বৈরী আবহাওয়ার কারণে ভোট গ্রহণের শুরুতে ভোটারদের উপস্থিতি কম। বেলা বাড়তে শুরু করলে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে তিনি জানিয়েছেন।


এ নির্বাচনে দামুড়হুদা উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দামুড়হুদায় মোট ভোটার  ২ লাখ ৪৭ হাজার ৮২০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৯৪১ জন ও পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৮৭৯ জন। ৯৬টি ভোট কেন্দ্রে ৭০০টি কক্ষে ভোট গ্রহণ চলবে। জীবননগর উপজেলায় দু'জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ লাখ ৫৩ হাজার ২১৫ জন। নারী ভোটার ৭৬ হাজার ৩০০ জন ও পুরুষ ভোটার ৭৬ হাজার ৯১৫ জন। ৬২টি ভোট কেন্দ্রের ৪৪২টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।


এদিকে এদিন সকাল সাড়ে ৯টার দিকে চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের আপন ভাই দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী আলী মুনছুর বাবুর সমর্থকরা মোটরসাইকেল প্রতীক এস.এ.এম.জাকারিয়া আলমের সমর্থক কুড়ুলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তরিকুল ইসলামকে মারধর করে মোটরসাইকেল প্রতীকে নির্বাচন না করার জন্য বলে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //