চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

চুয়াডাঙ্গা শহরের জাফরপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন হতাহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে দ্রুতগতির মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত পাখিভ্যানের সঙ্গে ধাক্কায় দুই আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় সদর উপজেলার ফুলবাড়ী গ্রামের বকুল আলীর ছেলে শান্ত আলী (২৫) নিহত এবং আহত হয়েছে একই গ্রামের বাবুলের ছেলে রায়হান আলী (১৯)।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী জানান, শান্ত ও রায়হান চুয়াডাঙ্গা শহরের জাফরপুর মাদ্রাসা সংলগ্ন সড়কে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত পাখি ভ্যানের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শান্ত আলীকে মৃত ঘোষণা করেন এবং রায়হান আলীকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহত শান্ত আলীর লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //