নড়াইলে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

নড়াইলের কালিয়া পৌরসভার সীতারামপুর থেকে দেশি তৈরি ওয়ান শুটারগানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মেহেদী হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন- খুলনার তেরখাদা উপজেলার কাটেংগা গ্রামের ইকবাল হোসেন মেলেকদার (৩৭), একই উপজেলার ইখড়ী গ্রামের ওবাইদুল্লাহ ফকির (৩৮) এবং নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের জাকারিয়া হুসাইন (৩৩)। শুক্রবার রাত ১১টার দিকে ওয়ান শুটারগানসহ তাদেরকে আটক করা হয়। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। জাকারিয়ার এবং ওবাইদুল্লাহ ফকিরের নামে মাদক, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ সুপার মেহেদী হাসান আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মোটরসাইকেলে ওই তিন ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে সীতারামপুরের দিকে আসছে। এরপর পুলিশের একটি দল কালিয়া পৌরসভার সীতারামপুরে বেন্দারচরগামী সড়কের পাশে অবস্থান নেয়। এসময় ওই তিন অস্ত্র কারবারি পালানোর চেষ্টাকালে পুলিশ তাদের ওয়ান শুটারগানসহ  আটক করে। এ ঘটনায় কালিয়া থানায় মামলা দায়ের হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মেহেদী হাসান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন, পুলিশ কর্মকর্তা মীর শরিফুল হক, নাজমুল হাসান, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল আলম, সিসিআইসি শাখার ইনচার্জ শাহ দারা খান প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //