চুয়াডাঙ্গায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা

‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। এ দিবসকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (১ জুন) বেলা সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এরপর এদিন বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণীসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও জেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক আ.হা.ম. শামীমুজ্জামান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন, খামারি আলহামদু ও মনোমিলা।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, দুধের চাহিদা পুরণের ক্ষেত্রে আমাদের সচেষ্ট হতে হবে। আদর্শ খাবার দুধ। সে কারণে সকলে যাতে দুধ কিনে খেতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। সভা শেষে বিদ্যালয়ের ছাত্রী-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //