সুন্দরবনে কুমিরের আক্রমণে প্রাণ গেল মৌয়ালের

সুন্দরবনের করমজলে কুমিরের আক্রমণে মোশাররফ গাজী (৫৫) নামের এক মৌয়াল মারা গেছেন। আজ শনিবার (৮ জুন) দুপুরে গজালমারী খালে এ ঘটনা ঘটে।

এ সময় কুমিরের আক্রমণ থেকে আরও ৩ জেলে প্রাণে বাঁচেন। তারা হলেন- সেকান্দার মল্লিক (২৫), জাকারিয়া শেখ (৪৫) ও গৌরপদ মণ্ডল (৪৪)।

মৃত মৌয়ালসহ সবার বাড়ি খুলনার দাকোপ উপজেলার পূর্ব ঢাংমারী গ্রামে।

করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, নিষিদ্ধ সময়ে মধু আহরণ করতে ৪ মৌয়াল বনে ঢুকেছিলেন। শনিবার দুপুরে ফিরে আসার সময় কুমিরের আক্রমণের মুখে পড়েন। ১টার দিকে মোশাররফ গাজীকে একটি কুমির করমজলের গজালমারী খালে টেনে নিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার সময় বাকি ৩ মৌয়াল নদী সাঁতরে পালিয়ে প্রাণে বেঁচে যান। ৩ ঘণ্টা পর করমজলের ভারানী এলাকা থেকে নিহত মৌয়ালের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল শেষে দাকোপ থানা পুলিশ তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //