পিরোজপুরে ডাকাত সদস্য গ্রেপ্তার

পিরোজপুরের ইন্দুরকানীতে ৩৮ বছর পর সাত বছরের সাজাপ্রাপ্ত ডাকাত দলের সদস্য মো. হাসান আলী সরদার (৬৭) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

আজ বুধবার (১২ জুন) দুপুর ১২টার দিকে পিরোজপুর আদালতে তাকে প্রেরণ করা হয়। আলী সরদার উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুরী গ্রামের মেসের আলী সরদারের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সাত বছরের সাজা প্রাপ্ত আসামি মো. হাসান আলী সরদারকে খুলনা লবণ ছাড়া থানার জিন্নাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ১৯৮৯ সালে সাত বছরে সাজা প্রদান করেন পিরোজপুর জেলার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কোট।

অফিসার্স ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, আসামি হাসান আলী পেশাদার দস্যু-ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন। সাজা হওয়ার পর খুলনা লবণ ছাড়া থানার জিন্নাপাড়ায় বসবাস শুরু করেন। তিনি ৩৮ বছর আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এসআই আব্দুল জলিল ও এএসআই মো. মনসুর আলম তাকে গ্রেপ্তার করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //