সোনামসজিদ স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে সাতদিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। তবে এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন। আগামী ২২ জুন সকাল থেকে যথারীতি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

আজ শনিবার (১৫ জুন) থেকে ২১ জুন পর্যন্ত বন্ধ থাকবে এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী শাহাবুদ্দিন বলেন, শনিবার (১৫ জুন) থেকে ২১ জুন পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দরে সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সিঅ্যান্ডএফ এজেন্ট ও ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২২ থেকে বন্দরে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এদিকে ঈদুল আযহায় স্থলবন্দর ছুটি থাকলেও ভারত-বাংলাদেশের যাত্রী পারাপারের জন্য ইমিগ্রেশন সেবা চালু থাকবে বলে জানান স্থলবন্দরের ইমিগ্রেশন অফিসার এসআই জাফর ইকবাল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //