খুলনায় কৃষি ব্যাংকের ৩ কর্মকর্তা কারাগারে

খুলনার ফুলতলা কৃষি ব্যাংকের প্রায় ৮৫ লাখ টাকা আত্মসাতের মামলায় দুই ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

আজ সোমবার (১ জুলাই) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না-মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

খুলনার সিনিয়র বিশেষ জেলা জজ আদালতের বিচারক মাহমুদা বেগম এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান ও অ্যাডভোকেট সেলিম আল আজাদ এ তথ্য নিশ্চিত করেন। 

মামলার আসামিরা হলেন- বাংলাদেশ কৃষি ব্যাংক ফুলতলা শাখার সাবেক ব্যবস্থাপক মো. আজিজুর রহমান, সাবেক ব্যবস্থাপক কেএম জাকারিয়া ও পরিদর্শক সৈয়দ হাসমত আলী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৩২টি ঋণের বিপরীতে ৮৪ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারি পরিচালক ফয়সাল কাদের ২০২১ সালের ২৭ জানুয়ারি বিশেষ জেলা জজ আদালতে মামলা করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //