উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের চেয়ারম্যান হলেন যারা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৪ উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকি উপজেলাগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট উপজেলার রিটার্নিং কর্মকর্তারা।

গতকাল মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

এই ধাপে ভোটের আগেই তিনটি পদে ২২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে দুইটি উপজেলার তিনটি পদেই বিনা-প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। উপজেলা দুটি হলো কুমিল্লার আদর্শ সদর এবং চট্টগ্রামের রাউজান।

দ্বিতীয় ধাপে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও নারী ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা:

চাঁদপুর
সদর উপজেলায় মো. হুমায়ুন কবির ৫০ হাজার ৪৯৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আইয়ুব আলী পেয়েছেন ৩৫ হাজার ৩৫৩ ভোট।

হাজীগঞ্জ উপজেলায় মো. হেলাল উদ্দিন ২৬ হাজার ৫৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জসিম পেয়েছেন ২৫ হাজার ৭০ ভোট।

শাহরাস্তি উপজেলায় মকবুল হোসেন পাটোয়ারী ৩২ হাজার ৬৭৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. ওমর ফারুক পেয়েছেন ২৬ হাজার ৯৮ ভোট।

শরীয়তপুর
সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আকন্দ উজ্জ্বল (ঘোড়া) ৪১ হাজার ৫৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমীন কোতোয়াল পেয়েছেন ১৭ হাজার ২৬৭ ভোট।

জাজিরা উপজেলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজী (মোটরসাইকেল) ৪৭ হাজার ৮৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম রতন (ঘোড়া) পেয়েছেন ৩৩ হাজার ১৫৪ ভোট।

শেরপুর
নকলা উপজেলায় বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের এ কে এম মাহবুবুল আলম সোহাগ ২০ হাজার ৬৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিষ্কৃত নেতা মো. মোকশেদুল হক পেয়েছেন ১৯ হাজার ২১৩ ভোট। নালিতাবাড়ী উপজেলায় আওয়ামী লীগের মোশারফ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার ভোটের সংখ্যা ৬১ হাজার ৭৯৬। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান মোকসেদুর রহমান লেবু পেয়েছেন ৩৯ হাজার ৮০৭ ভোট।

ময়মনসিংহ
গৌরীপুর উপজেলায়চেয়ারম্যান পদে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। তি‌নি আনারস প্রতী‌কে ৫৫ হাজার ৮৯৫ ভোট পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপ‌তি ও বর্তমান উপ‌জেলা চেয়ারম্যান (দোয়াত-কলম) মোফাজ্জল হোসেন খান পেয়েছেন ৪৭ হাজার ৯৬৭ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেল রানা, নারী ভাইস-চেয়ারম্যান পদে নীলুফা ইয়াসমিন।

মুক্তাগাছা উপজেলায় বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ২০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরব আলী পেয়েছেন ১৮ হাজার ৩০০ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম বিটুল আর নারী ভাইস-চেয়ারম্যান পদে নাজমুন্নাহার দিলু।

মুন্সীগঞ্জ
লৌহজং উপজেলায়  চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বি এম শোয়েব। তিনি দোয়াত-কলম প্রতীকে ৫৬ হাজার ৪৬৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রশিদ শিকদার (কাপ-পিরিচ) পেয়েছেন ৩৫ হাজার ৬৫৩ ভোট। ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. জামাল হোসেন আর  নারী ভাইস-চেয়ারম্যান তানিয়া আফরোজ শ্যামলী।

টঙ্গীবাড়ি উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচতি হয়েছেন আরিফুল ইসলাম হালদার। ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী নাহিদ খান আর মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন।

বরিশাল
মুলাদী উপজেলায় বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জহিরউদ্দিন খসরু। তিনি পেয়েছেন ৩২ হাজার ৮২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারিকুল হাসান মিঠু খান পেয়েছেন ২৫ হাজার ৩১৭ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ওয়াহিদুজ্জামান আনোয়ার তালুকদার, নারী ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী জাতীয় পার্টির মাকসুদা বেগম।

রাজবাড়ী
গোয়ালন্দ উপজেলায় বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. মোস্তফা মুন্সি। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৭৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহিদুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৬১৬ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. আসাদুজ্জামান চৌধুরী। নারী ভাইস-চেয়ারম্যান পদে আফরোজা রাব্বানি।

বালিয়াকান্দি উপজেলায় বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. এহছানুল হাকিম। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৬৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল কালাম আজাদ (আনারস) পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান মনির। নারী ভাইস-চেয়ারম্যান পদে খোদেজা বেগম।

খুলনা
ফুলতলা উপজেলার মোট ৪৩ কেন্দ্র ফলাফলে চেয়ারম্যান পদে শেখ আকরাম হোসেন ২১ হাজার ৮২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে শেখ ইকবাল ২৩ হাজার ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফারজানা ফেরদৌস ২৪ হাজার ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

তেরখাদা উপজেলায় আবুল হাসান শেখ (আনারস প্রতীক) ২৮ হাজার ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরফুদ্দিন বাচ্চু পেয়েছেন ২২ হাজার ৭৪৮ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে এম এম ওবায়দু্ল্লা ১৮ হাজার ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত। নারী ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শামীমা আক্তার।

বান্দরবান
নাইক্ষ্যংছড়ি উপজেলায় মোটরসাইকেল প্রতীকে তোফাইল আহমদ (জামায়াত সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান) ১৫ হাজার ১৯৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

মাদারীপুর
কালকিনি উপজেলায় বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তৌফিকুজ্জামান শাহিন (মোটরসাইকেল)। তিনি পেয়েছেন ৩৬ হাজার ১৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমেরিকা প্রবাসী নুরুজ্জামান সরদার (ঘোড়া) পেয়েছেন ১১ হাজার ৯১৬ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইকমাল হোসেন, নারী ভাইস-চেয়ারম্যান পদে আরিফা আক্তার।

লক্ষ্মীপুর 
রামগঞ্জে প্রথমবারের মতো জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজ আরাফাত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ৪৪ হাজার ৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু (মোটরসাইকেল) পেয়েছেন ২৭ হাজার ৭৫৪ ভোট।

রায়পুরে মামুনুর রশিদ ৩৬ হাজার ৫৩৬ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার (মোটরসাইকেল) পেয়েছে ৩৩ হাজার ৪৭৪ ভোট।

পঞ্চগড়
বোদা উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি (ঘোড়া প্রতীক) ২৮ হাজার ২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ময়দানদীঘি ইউনিয়নের সাবেক সভাপতি (সদ্য বহিষ্কৃত) হাবীব আল আমিন ফেরদৌস পেয়েছেন ২৩ হাজার ১০৮ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে দেব নারায়ণ (টিউবওয়েল) এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে লাইলী বেগম (কলস) নির্বাচিত হয়েছেন।

দেবীগঞ্জ উপজেলা বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বহিষ্কৃত নেতা মদন মোহন রায় (হেলিকপ্টার)। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৩৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী জজ (আনারস) পেয়েছেন ২৯ হাজার ৩৩২ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মনজুরুল ইসলাম মনু (তালা), নারী ভাইস-চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন রিতু আক্তার (কলস)।

নওগাঁ
নিয়ামতপুর উপজেলায় ফরিদ আহমেদ (মোটরসাইকেল) ৪০ হাজার ৭০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (কাপ-পিরিচ) প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ২২ হাজার ৩৩৯ ভোট।

পাবনা
চাটমোহর উপজেলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মির্জা রেজাউল করিম দুলাল, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল এবং ফরিদপুর উপজেলায় আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান সরকার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কক্সবাজার
পেকুয়া উপজেলায় জেলা যুবদলের সহ-সভাপতি (বহিষ্কৃত) শাফায়েত আজিজ রাজু ঘোড়া প্রতীক নিয়ে ২২ হাজার ৯৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোমানা আক্তার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ১৮৭।

চকরিয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগনেতা ফজলুল করিম সাঈদী দোয়াত কলম প্রতীক নিয়ে  ৫৬ হাজার ১২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৫২ হাজার ২৫২।

নবগঠিত ঈদগা উপজেলায় প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগনেতা আবু তালেব। টেলিফোন প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৬ হাজার ৬৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রবাসী শামসুল আলম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৬৩৮ ভোট।

রাঙামাটি
কাপ্তাই উপজেলায় চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে নাছির উদ্দীন সাত হাজার ৩৬২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী পেয়েছেন ছয় হাজার ৯৭৩ ভোট। রাজস্থলী উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকে উবাচ মারমা সাত হাজার ৭৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ উদ্দিন রানা দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন দুই হাজার ১৮ ভোট। রাজস্থলী উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কাপ্তাই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন সুইপ্রু মারমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বিউটি হোসেন।

বিলাইছড়ি উপজেলা  দুর্গম এলাকা হওয়ায় রাত ১০টা পর্যন্ত কোনো ফলাফল না আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনো ফলাফল ঘোষণা করেননি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বীরোত্তম তঞ্চঙ্গ্যা বিজয়ী হওয়ার সম্ভবনা রয়েছে।

ঝালকাঠি
সদর উপজেলায় খান আরিফুর রহমান ৩৩ হাজার ৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুলতান হোসেন খান পেয়েছেন ২৫ হাজার ৯৭১ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে লস্কর আসিফুর রহমান দিপু ও নারী ভাইস-চেয়ারম্যান উম্মে সালমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নলছিটি উপজেলায় সালাহউদ্দিন খান সেলিম ২৪ হাজার ৭২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট জি কে মোস্তাফিজুর রহমান। ভাইস-চেয়ারম্যান পদে মনিরুজ্জামান মনির ও নারী ভাইস-চেয়ারম্যান পদে আয়শা আক্তার রিনা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়া
কসবা উপজেলায় ছাইদুর রহমান স্বপন (কাপ-পিরিচ) প্রতীকে ৮৫ হাজার ৯৩০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন (আনারস) প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৫৭ ভোট।

আখাউড়া উপজেলায় মো. মনির হোসেন (ঘোড়া) প্রতীকে ২৮ হাজার ৩০৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা পরিষদের বর্তমান ভাইস-চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মুরাদ হোসেন (আনারস) প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৫৭৩ ভোট।

টাঙ্গাইল
ঘাটাইল উপজেলায় আনারস প্রতীকে আরিফ হোসেন বেসরকারি ফলাফলের নির্বাচিত হয়েছেন তার প্রাপ্ত ভোট ৫২ হাজার ৩১৫।

কালিহাতি উপজেলায় আনারস প্রতীকে এস এ এম সিদ্দিকী (আজাদ সিদ্দিকী) বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৫২ হাজার ৯১০।

ভুঞাপুর উপজেলায় দোয়াত কলম প্রতীকে নার্গিস বেগম বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩০ হাজার ৩৬৪।

মেহেরপুর
গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে এম এ খালেক বেসরকারিভাবে ৩৩ হাজার ৭২৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মখলেছুর রহমান হেলিকপ্টর প্রতীক নিয়ে ২৮ হাজার ২৯৩ ভোট পেয়েছেন। ফারুক হোসেন টিউবয়েল প্রতীকে ৪৬ হাজার ৯৭৩ ভোট পেয়ে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আর নাসিমা খাতুন ফুটবল প্রতীকে ৩৫ হাজার ১৪৬ ভোট পেয়ে নারী ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //