লা লিগার প্রত্যাবর্তনে সেভিয়ার জয়

করোনাভাইরাসের কারণে তিন মাস বন্ধ থাকার পর পুনরায় মাঠে গড়িয়েছে স্প্যানিশ লা লিগা। 

বৃহস্পতিবার (জুন ১১) রাতে দর্শক শূন্য মাঠে রিয়াল বেতিসকে ২-০ গোলে হারিয়েছে সেভিয়া।

ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। বিরতির পরপরই এগিয়ে যায় সেভিয়া। ডি-বক্সের ভেতরে মার্ক বারত্রা সেভিয়ার লুক ডি ইয়ংকে ফাউল করেন। ৫৬ মিনিটে স্পট কিক থেকে সেভিয়াকে এগিয়ে দেন ওকাম্পোস।

৬২ মিনিটে সতীর্থের কর্নার থেকে ওকাম্পোস ব্যাকহিল দিয়ে বল ফ্লিক করলে হেড দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন সেভিয়ার ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফের্নান্দেস।

এই জয়ে ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সেভিয়া।

আগামী জুন ১৩ লিগের প্রত্যাবর্তনের পর নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মায়োর্কার মুখোমুখি হবে বার্সেলোনা। আর ১৪ জুন এইবারের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কিকে সেতিয়েনের শিষ্যরা। অন্যদিকে, সমান ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জিনেদিন জিদানের দল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //