কোয়ার্টার ফাইনালে কোন দলের প্রতিপক্ষ কারা?

কাতার বিশ্বকাপে ৩২ দলের লড়াই এসে ঠেকেছে ৮ দলে। শেষ আট কিংবা কোয়াটার ফাইনাল যাই বলা হোক না কেন, এখন প্রায় শেষের শুরু হতে যাচ্ছে বিশ্বসেরা আসরের ২২ পর্বের। হারাধনের ৩২ ছেলের মধ্যে রইলো বাকি কেবল ৮।

বিশ্বকাপের ৫৬ ম্যাচ শেষে এরই মধ্যে বিদায় নিয়েছে ২৪ দল। সে হিসেবে এখন বিশ্বকাপটা কেবলই ৮ দলের। গ্রুপ পর্বে শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা আন্ডারডগদের অভাবনীয় জয়ের হিড়িক দেখা গেলেও শেষ ষোলোতে এক ম্যাচ বাদে জিতেছে সব ফেভারিট দলই।

এক মরক্কো ছাড়া, স্পেনকে হারিয়ে দলটি উঠে গেছে বিশ্বকাপের শেষ আটে। তাই কোয়ার্টার ফাইনালে ইউরোপের প্রতিনিধিত্ব অবধারিতভাবেই বেশি।

কারণ সর্বশেষ চার আসরের সবগুলোর শিরোপাই জিতেছে এই মহাদেশের কোনো না কোনো দেশ। ইউরোপ থেকে আছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, গেলবারের রানার্স আপ ক্রোয়েশিয়া, ইউরোর ফাইনালিস্ট ইংল্যান্ড, পর্তুগাল ও নেদারল্যান্ডস।

দক্ষিণ আমেরিকা থেকে আছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও কোপা আমেরিকা কাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

আফ্রিকার একমাত্র প্রতিনিধি হিসেবে আছে ২০১০-এর চ্যাম্পিয়ন স্পেনের বিদায়ঘণ্টা বাজানো মরক্কো। এই দলটিকে ‘ডার্ক হর্স’ নামে ডাকা শুরু হয়ে গেছে।

এর আগে, দারুণ উত্তেজনাপূর্ণ দ্বিতীয় রাউন্ড শেষে নির্ধারিত হলো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল লাইনআপ। বিশ্বকাপের গ্রুপ পর্বে নানা অঘটন ঘটলেও, দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তেমন একটা অঘটন চোখে পড়েনি।

মাঠের খেলায় নিজেদের যোগ্য প্রমাণ করেই মরক্কো জায়গা করে নিয়েছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। বিশ্বকাপের সূচি অনুযায়ী ম্যাচ নম্বর ৪৯-এর বিজয়ী নেদারল্যান্ডস মুখোমুখি হবে ম্যাচ নম্বর ৫০-এর বিজয়ী আর্জেন্টিনার। অন্যদিকে, ম্যাচ নম্বর ৫১-এর বিজয়ী ফ্রান্স মুখোমুখি হবে ম্যাচ নম্বর ৫২-এর বিজয়ী ইংল্যান্ডের।

শাসরুদ্ধকর ম্যাচে জাপানকে টাইব্রেকারে হারানো ক্রোয়েশিয়া ম্যাচ নম্বর ৫৩-এর বিজয়ী হিসেবে কোয়ার্টারে পেয়েছে ম্যাচ নম্বর ৫৪-এর বিজয়ী উড়তে থাকা ব্রাজিলকে।

দ্বিতীয় রাউন্ডের শেষ দিনে ম্যাচ নম্বর ৫৫-এর বিজয়ী মরক্কো মুখোমুখি হবে ম্যাচ নম্বর ৫৬-এর বিজয়ী পর্তুগালের। এখন অপেক্ষা সেই সময়ের।

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি এবং কখন খেলা

৯ ডিসেম্বর (শুক্রবার) ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া রাত ৯টায় এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান

৯ ডিসেম্বর (শুক্রবার) নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা রাত ১টায় লুসাইল স্টেডিয়াম, লুসাইল

১০ ডিসেম্বর (শনিবার) পর্তুগাল বনাম মরক্কো রাত ৯টা আল থুমামা স্টেডিয়াম, দোহা

১০ ডিসেম্বর (শনিবার) ফ্রান্স বনাম ইংল্যান্ড রাত ১টায় আল বাইত স্টেডিয়াম, আল খোর

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //