ম্যারাডোনার জন্য মেসির অন্তহীন আক্ষেপ

গত বছর কাতার বিশ্বকাপে রোমাঞ্চকর ঘটনার জন্ম দিয়েছেন আলবিসেলেস্তেরা। ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা জিতেছে আর্জেন্টিনার দল। তবুও আর্জেন্টাইন ভক্তদের মাঝে ছিল বড় এক শূন্যতা। জয়ের খুশিতেও দিয়াগো ম্যারাডোনার অনুপস্থিতি প্রবলভাবে অনুভব করেছেন লিওনেল মেসিও।

আর্জেন্টিনা অধিনায়কের আক্ষেপ, ম্যারাডোনা দেখে যেতে পারলেন না বিশ্বমঞ্চে দেশের তৃতীয় শিরোপা। তুলে দিতে পারলেন না গোল্ডেন ট্রফি। ম্যরাডোনার হাতে ট্রফি পাওয়ার আকাঙ্ক্ষা অপূরণীয়।

বিশ্বকাপ জেতার পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে স্বদেশি সাংবাদিক আন্দি কুসনেতসফকে আর্জেন্টিনা অধিনায়ক মেসি বললেন, পূর্বসূরির কাছ থেকেই কাপ নিতে চাইতেন তিনি।

‘অবশ্যই আমি তা চাইতাম। অন্তত তিনি এই সব দেখতেন, আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। জাতীয় দলের প্রতি ছিল তার প্রবল ভালোবাসা, তিনি এমন কিছুই চাইতেন।’

‘ওই ছবিটা দারুণ হতো। তিনি এবং আরও অনেকে যারা আমাকে ভালোবাসেন এবং আমার ভালো চাইতেন, তারা আমাকে সবকিছুর জন্য শক্তি জুগিয়েছেন। গানটি সারা বিশ্বকে আলোড়িত করেছিল, আর আমাকে অনুপ্রেরণা জুগিয়েছিল।’

মেসি যে গানের কথা বলেছেন, সেটা কাতার বিশ্বকাপে তাদের ম্যাচে শুনেছে সারা বিশ্ব। জয়ের পর গ্যালারিতে থাকা সমর্থকদের সঙ্গে সতীর্থদের নিয়ে এই মহাতারকা গাইতেন, ‘দা ল্যান্ড অব দিয়েগো অ্যান্ড লিওনেল।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //