মেসির হাতেই তিন পুরস্কার

এবার একাই তিন পুরস্কার জিতলেন আর্জেন্টিনার মেসি। কাতার বিশ্বকাপের বছরে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) পুরস্কার জিতেছেন এই ফুটবলার।

গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল মহাতারকার হাতে তিনটি পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর শুক্রবার নিজেদের ওয়েবসাইটে পুরষ্কার দেওয়ার বিষয়টি জানিয়েছে আইএফএফএইচএস।

২০২২ সালে দারুণ ফর্মের কারণে সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও আন্তর্জাতিক ফুটবলে সেরা গোলদাতা- এই তিন ক্যাটাগরিতে পদক জিতেছেন মেসি।

এখন পর্যন্ত মেসিই সবচেয়ে বেশি আইএফএফএইচএসের পুরস্কার জিতেছেন। ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ১৩টি আইএফএফএইচএস অ্যাওয়ার্ড জিতেছেন এই বিশ্বজয়ী ফুটবলার।

প্রসঙ্গত, দীর্ঘ ৩৬ বছর পর কাতার বিশ্বকাপে সোনালি ট্রফি জিতিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি। এরপর এমবাপ্পে-বেনজেমাদের পেছনে ফেলে গত বছর ফিফা বর্ষসেরার পুরস্কারও জিতেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //