স্কটল্যান্ডকে হারিয়ে ইউরো মিশন শুরু জার্মানির

স্কটল্যান্ডকে গোল বন্যায় ভাসিয়ে ইউরো মিশন শুরু করেছে জার্মানি। প্রথমার্ধে ৩ আর দ্বিতীয়ার্ধে করা দুই গোলে ৫-১ ব্যবধানে জিতেছে তিনবারের চ্যাম্পিয়নরা। আলিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে জার্মানি। একের পর এক আক্রমণে স্কটল্যান্ডের রক্ষণকে ব্যস্ত রাখেন জার্মান ফুটবলাররা।

নিজের রক্ষণ সামলে প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনও আক্রমণই করতে পারেনি স্কটল্যান্ড। প্রথমার্ধে তাদের অন টার্গেট শট ছিল শূন্য। অন্যদিকে ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় জার্মানি। ইয়োশুয়া কিমিখের ক্রস থেকে জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন ফ্লোরিয়ান ভাইর্টজ। স্কটল্যান্ডের গোলরক্ষক অ্যাঙ্গাস গুনের হাত ছুঁয়ে বল জালে জড়ায়। ৯ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন জামাল মুসিয়ালা। হাভার্টজের জোগান দেওয়া বল থেকে জাল খুঁজে নেন তিনি।

২৬ মিনিটে বক্সের ভেতর জামাল ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআরে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল হয়। ফ্রি কিকেও গোল প্রায় পেয়েই যাচ্ছি জার্মানি।

৪৪ মিনিটে আবারও পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এবার ভিএআরের সাহায্যে  স্কটল্যান্ডের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত আসে। রায়ান পার্তুস ফাউল বক্সের মধ্যে ফাউল করে বসেন জার্মান অধিনায়কন গুন্দোয়ানকে।  ফলে পেনাল্টির পাশাপাশি রায়ান পর্তুসকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি কাই হাভার্টজ। স্কটল্যান্ডের গোলরক্ষক অ্যাঙ্গাস গুনকে বোকা বানিয়ে ব্যবধান বাড়িয়ে নেন তিনি। প্রথমার্ধে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ইউলিয়ান নাগেলসমানের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে জার্মানরা। দশ জনের দল নিয়ে প্রতিরোধ গড়ার আপ্রাণ চেষ্টাই করেছে স্কটল্যান্ড। তবে ৬৮ মিনিটে গোলের হালি পূর্ণ করেন নিকলাস ফুলক্রুগ। সতীর্থের বাড়ানো বল বক্সের ভেতর থেকে জোরালো শটে দূরের পোস্টের টপ কর্নার দিয়ে বল জালে জড়ান তিনি।

স্কটল্যান্ড মূল সময় শেষ হওয়ার তিন মিনিট আগে ব্যাবধান কমায়। আন্তোনিও রুডিগার করেন আত্মঘাতী গোল। ফ্রি কিক থেকে স্কট ম্যাককেন্নার হেড বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই বল জড়ান তিনি।

তবে এমেরি কান তিন মিনিটের ইনজুরি টাইমের শেষ মুূহূর্তে করেন দলের পঞ্চম গোল। ছোট ডি বক্সের সামনে থেকে উঁচু শটে গোলপোস্টের ডান দিক দিয়ে জালে বল জড়ায়। ঘরের মাঠে ইউরোর শুরু করতে এমন দাপুটে জয়েরই অপেক্ষায় ছিল জার্মানি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //