বেসরকারি শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস প্রসঙ্গে

সারাদেশের সাড়ে পাঁচ লাখ বেসরকারি শিক্ষক অধির আগ্রহে বসে আছে অন্তত এই ঈদে তাদের শতভাগ ঈদ বোনাসের ঘোষণা আসবে। দীর্ঘ আন্দোলনের পথ ধরে ২০ বছর আগে সিকি বোনাস পেয়েছিলো বিগত সরকারের আমলে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জমানায় বেসরকারি শিক্ষকদের মুখে হাসি ফুটাতে পারে শতভাগ ঈদ বোনাসের দাবী বাস্তবায়ন হলে।

গত বছরের আগস্ট মাসে প্রেস ক্লাবের সম্মুখে কাফনের কাপড় পরিধান করে আমরণ অনশন ভঙ্গ করিয়েছিলেন বর্তমান সরকারের কর্তা ব্যক্তিরাই, প্রতিশ্রুতি দিয়েছিলেন এই মর্মে শিক্ষা জাতীয়করণ মূল দাবী বাস্তবায়ন করতে দেরী হলেও বেসরকারি শিক্ষকদের আর্থিক দৈন্যদশা দূর করবেন পর্যায়ক্রমে। দুর্মূল্যের বাজারে এক হাজার টাকা বাড়ি ভাড়া ও পাঁচশো টাকা মেডিকেল ভাতার কোনো পরিবর্তন দেখছে না শিক্ষকরা। সামনে রমজানের ঈদ অতি সন্নিকটে অথচ এখনও বেসরকারি শিক্ষকদের শতভাগ ঈদ বোনাসের দাবীটি সরকারের নজরে আসেনি। শতভাগ ঈদ বোনাস দিতে কোনো ধরনের আলাপ আলোচনায় দেখা যাচ্ছে না, এতেই প্রমাণিত বেসরকারি শিক্ষকগণ আসলেই অভিভাবকহীন। আন্দোলনের মাঠে সরকারের উচ্চ মহলের আন্তরিকতার কমতি ছিলো না। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বেসরকারি শিক্ষকদের আবেগ নিয়ে খেলা করেছিলো সেদিন। আপাতদৃষ্টিতে সেটাই মনে হচ্ছে। 

বেসরকারি শিক্ষকদের মনের আকুতি সরকারের উচ্চ পর্যায়ের কাউকে খোলে বলতে পারেনি এটি শিক্ষক নেতৃত্বের ব্যর্থতা ছাড়া আর কি? ছুটি দেয়ার সময় অন্যদেশের উদাহরণ খোঁজ করে আর বেতন ভাতা বাড়ানোর সময় উগান্ডার মত দেশের উদাহরণ টানে এটা-ইতো আমাদের সোনার বাংলাদেশ। সবকিছু শেষ হলেও একমাত্র আশা-ভরসার স্থল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর শিক্ষক সমাজের আস্থা রাখেন বলেই শিক্ষকরা রাজপথে নেমে দাবী আদায়ের ভিন্ন পথ গ্রহণ করেনি। আশা করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের প্রাণের দাবী শতভাগ ঈদ বোনাস অচিরেই ঘোষণা দিয়ে বেসরকারি শিক্ষকদের সুন্দর ঈদের খুশী ভোগ করার সুযোগ দিবেন।

লেখক: সৈয়দ শাহাদাত হোসাইন
সহকারী অধ্যাপক, বাকলিয়া শহিদ নুর হোসেন ডা. মিলন মোজাম্মেল জেহাদ ডিগ্রি কলেজ, চট্টগ্রাম।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //