মেক্সিকোয় সাংবাদিক হত্যা

মেক্সিকোয় ছুরিকাঘাত করে এক সাংবাদিককে হত্যা করা হয়েছে। দেশটি শনিবার এ কথা জানিয়েছে। চলতি বছর এ নিয়ে দেশটিতে ১০ সাংবাদিককে হত্যা করা হলো।
তেজুপিলকো নামের একটি নিউজ ওয়েবসাইটের প্রধান কন্ডেস জারামিলোর (৪২) লাশ শনিবার সকালে উদ্ধার করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ হত্যাকাণ্ডের কারণে জানতে তদন্ত শুরু করা হয়েছে।
মিডিয়া পর্যবেক্ষণ সংস্থা রিপোটার্স উইদাউট বডার্স (আরএসএফ) বলছে, ওই সাংবাদিকের আত্মীয়স্বজনরা জানিয়েছেন গত বছর জুন ও নভেম্বরে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।
চলতি বছর মেক্সিকোয় আরো নয় সাংবাদিককে হত্যা করা হয়। দেশটিতে ২০০০ সাল থেকে এ পর্যন্ত প্রায় একশ সাংবাদিককে হত্যা করা হয়েছে।
আরএসএফ যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও আফগানিস্তানের পাশাপাশি মেক্সিকোকেও সাংবাদিকদের জন্যে সবচেয়ে বিপদজনক স্থান হিসেবে চিহিৃত করেছে। -এএফপি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //