হুথি যুদ্ধবন্দিকে মুক্তি দিচ্ছে সৌদি জোট

ইয়েমেনে আরব জোটের কারাগারে থাকা যুদ্ধবন্দীদের একটি দলকে মুক্তি দেয়া হয়েছে। এর আওতায় প্রথম মুক্তিপ্রাপ্তদের নিয়ে সৌদি আরবের একটি বিমান উপকূলীয় এডেন শহরের বিমানবন্দরে পৌঁছেছে।

জাতিসংঘের মধ্যস্থতায় ঘোষিত দুই মাসের যুদ্ধবিরতিতে সুসংহত করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট।

গত এপ্রিল মাসের প্রথমদিকে ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

আজ শনিবার (৭ মে) আরব জোটের মুখপাত্র জেনারেল তুর্কি আল-মালকি এক বিবৃতিতে এসব কথা জানান।

এই সৌদি কর্মকর্তা বলেন, তিন ধাপে সানা ও এডেনে বন্দীদের পরিবহনের কাজ সম্পন্ন হবে।

সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন আল-আরাবিয়া ও আল-হাদাস টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আন্তর্জাতিক রেডক্রস কমিটি পরিচালিত প্রথম বিমানে করে ৪০ জন বন্দিকে এডেন বিমানবন্দরে নেয়া হয়। টেলিভিশন চ্যানেল দুটির খবরে বলা হয়েছে, আরব জোট ১০৮ জন বন্দিকে মুক্তি দেবে। 

আন্তর্জাতিক রেডক্রস কমিটির একজন মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন, সংস্থাটি ইয়েমেনের ১০০ জন বন্দিকে সৌদি আরব থেকে ইয়েমেনে নেবে। 

মুখপাত্র ওমর বশীর আরো বলেন, সৌদি আরবের আভা শহর থেকে তিনটি ফ্লাইটে করে ইয়েমেনের এডেন শহরে এসব বন্দিকে নেয়া হবে।

গত সপ্তাহে আরব জোটের মুখপাত্র জেনারেল তুর্কি আল-মালকি বলেছিলেন, ইয়েমেনের সামরিক বাহিনী ও আসারুল্লাহ আন্দোলনের ১৬৩ জন বন্দিকে আরব জোট মুক্তি দেবে।

সূত্র: আরব নিউজ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //