হুতিদের বিরুদ্ধে হামলা উত্তেজনা বাড়াবে: ইরান

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন করে হামলা চালানোর নিন্দা জানিয়ে ইরান বলেছে, এই দুই দেশ এ অঞ্চলে ‘উত্তেজনা ও সংকট’ বাড়াতে চাইছে।

গতকাল শনিবার (২৪ ফ্রেব্রুয়ারি) হুতিদের ১৮টি স্থাপনা ও সরঞ্জামকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। সপ্তাহজুড়ে লোহিত সাগরে চলাচলকারী জাহাজের ওপর ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের কয়েক দফা হামলার প্রেক্ষিতে নতুন এ হামলা হলো।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে বলেন, এ ধরনের হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এ অঞ্চলে উত্তেজনা ও সংকট বাড়াতে চাইছে। পাশাপাশি যুদ্ধ ও অস্থিতিশীলতা তৈরির সুযোগ বাড়াচ্ছে।

কানানি আরও বলেন, এ ধরনের স্বেচ্ছাচারী ও আক্রমণাত্মক সামরিক অভিযান চালিয়ে আগ্রাসনকারী দেশগুলো এ অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা বাড়ানো ছাড়া অন্য কিছুই অর্জন করবে না।

পাশাাপাশি তিনি গাজায় ইসরায়েলের প্রাণঘাতী অভিযান বন্ধে ‘অবিলম্বে ও কার্যকর পদক্ষেপ’ নিতে ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিন্দা জানান।

লোহিত সাগর পণ্য ও জ্বালানি তেল পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। হুতিরা বলছে, চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন জানাতে তারা লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যোগসূত্র থাকা জাহাজে হামলা চালাচ্ছে।

গাজা-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোও এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। এতে পুরো অঞ্চলে সহিংসতা ছড়িয়েছে।

সূত্র- এএফপি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //