রুমিন ফারহানার মোবাইল চুরি

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার মোবাইল চুরি হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চে ওঠার সময় এ ঘটনা ঘটে।

রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হারিয়ে যাওয়া মোবাইলটি ছিল আইফোন সিক্স প্লাস মডেলের।

তিনি জানান, যখন রুমিন ফারহানা মঞ্চে উঠছিলেন তখন প্রচুর ভিড় ছিলো। তখন চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশস্থল থেকে অন্তত শতাধিক মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীরা বলছেন, টাউনহল মাঠে ব্যাপক মানুষের সমাগম ছিল। কেউ স্লোগান দিচ্ছেন, কারও হাতে ফেস্টুন ছিল, অনেকেই আবার হাততালি দিচ্ছিলেন। মূলত, এই সুযোগেই মোবাইলগুলো চুরি হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //