হাবিব-উন-নবীসহ ১৩ জনের বিরুদ্ধে পরোয়ানা

২০১৩ সালে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বুধবার (৭ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

এদিন মামলার আসামিদের হাজিরার দিন ধার্য ছিল। আসামিরা হাজিরা না দেয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিতে ঢাকা মহানগর অবরোধ কর্মসূচি ছিল। ওই দিন হেফাজত ইসলাম, জামায়াত-শিবির ও বিএনপির অঙ্গ-সংগঠনের অজ্ঞাতনামা ১০০/১৫০ নেতাকর্মী উগ্র ও জঙ্গিরূপ ধারণ করে বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। বেআইনি জনতাবদ্ধে অস্ত্রশস্ত্রে, ইট-পাটকেল, বাঁশের লাটি, লোহার রড, হকি স্টিক নিয়ে রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এছাড়াও তারা পুলিশের ওপর হামলা করে। হত্যার উদ্দেশে ককটেল ও হাতবোমা নিক্ষেপ করে। এতে অনেক পুলিশ সদস্যসহ অন্যরা আহত হন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //