বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ জুলাই ২০২০, ১০:৫১ পিএম

বাংলাদেশ থেকে কোনো যাত্রী আগামী ৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে প্রবেশ করতে পারবে না। বাংলাদেশি ছাড়াও, কোনো বিদেশি নাগরিকও বাংলাদেশ থেকে ইতালিতে যেতে পারবেন না। 

বৃহস্পতিবার (৯ জুলাই) কাতার এয়ারওয়েজের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতালির সরকারের অনুরোধে ইতালিগামী যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা জুলাইয়ের ৮ তারিখ থেকে অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ সময় বাংলাদেশে থেকে কোনো যাত্রী ইতালি যেতে পারবে না এবং কোনো ট্রানজিট ফ্লাইটেও যাত্রী ইতালি যেতে পারবে না, যারা বাংলাদেশ থেকে এসেছেন।  

এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার বাংলাদেশ থেকে ইতালির রাজধানী রোমে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের মধ্যে ‘উল্লেখযোগ্য সংখ্যকের’ করোনাভাইরাস পজিটিভ এসেছে। আর তাই বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় ইতালি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh