করোনার টিকা নেয়ার পর নরওয়েতে ২৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ০২:৪৪ পিএম



ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা নেয়ার পরই নরওয়েতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।

ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই নরওয়েতে টিকাদান পর্ব শুরু হয়েছিল।

টিকা নেয়ার পর যে ২৩ জন মারা গেছেন, তাদের ১৩ জনের বয়স ৮০ বছরের বেশি। ভ্যাকসিন নেয়ার পর তাদের জ্বরসহ আরো বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।

নরওয়ের স্বাস্থ্যমন্ত্রণালয় সূত্রে খবর, প্রথম ধাপে যারা টিকা নেন, তাদের মধ্যেই ২৩ জনের মৃত্যু হয়েছে। ভ্যাকসিন নেয়ার পর থেকেই তাদের নানা শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে, যা পরে গুরুতর হয়। 

নরওয়ে সরকারের বক্তব্য, এক্ষেত্রে অসুস্থ ও বয়স্কদের টিকা নেয়া বেশ ঝুঁকিপূর্ণ। ভ্যাকসিনের বেশ কিছু সাইডএফেক্ট দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রেই।

নরওয়ের মেডিসিন এজেন্সির মেডিকেল ডিরেক্টর স্ট্রেইনার ম্যাডসেন বলেছেন, এ ঘটনার পর এখন চিকিৎসকদের বিবেচনায় নিতে হবে যে, কাকে এ ভ্যাকসিন দেয়া হবে আর কাকে দেয়া হবে না।

তবে এঘটনায় তরুণ ও সুস্থদের করোনার টিকা না নেয়ার কোনো কারণ নেই। -এনডিটিভি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh