নবাব, কসাই দেখবে কে?

মাহমুদ সালেহীন খান

প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ০৩:১০ পিএম

নবাব এলএলবি ও কসাই ছবির পোস্টার

নবাব এলএলবি ও কসাই ছবির পোস্টার

করোনাভাইরাস মহামারির কারণে বিপর্যস্ত ঢাকাই সিনেমা। গত দেড় বছরে ঈদকে কেন্দ্র করে মুক্তি পায়নি বড় বাজেটের কোনো সিনেমা। 

২৫টির বেশি ছবি মুক্তির অপেক্ষায় আছে। মাঝে মাঝে সিনেমা হল খুললেও সিনেমা মুক্তি দিতে আগ্রহী ছিলেন প্রযোজক বা পরিচালকরা। অল্প কয়েকটি ছবি মুক্তি পেলেও অল্পসংখ্যক মানুষ ছবি দেখলেও দর্শকের অভাবে ভালো গল্পের ছবিও ফ্লপ করেছে। 

এরকম পরিস্থিতিতে ঈদের আগ মূহুর্তে গত শুক্রবার (১৬ জুলাই) মুক্তি পেয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে নিরবের ‘কসাই’ ও শাকিব খানের ‘নবাব এলএলবি’। ছবি দুটি গত রোজার ঈদে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছিলো। 

বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিটি শো’তেই হাতেগোনা দর্শক ছিলো। নাম প্রকাশে অনিচ্ছুক স্টার সিনেপ্লেক্সেও একজন কর্মকর্তা জানিয়েছেন, জোর করে ছবি দুটি মুক্তি দেয়া হলো। সারাদেশের সিনেমা হল বন্ধ। ২৩ তারিখ থেকে ১৪ দিনের লকডাউন। করোনার এই দুঃসময়ে নবাব,কসাই দেখবে কে?

এদিকে কসাই সিনেমার পরিচালক অনন্য মামুন মুঠোফোনে জানিয়েছেন, আসলে পরিস্থিতি অনুকূলে নেই। তারপরও সিনেমার সংকট দূর করতে ছবিটি বড় পর্দায় মুক্তি দেয়া হয়েছে। লাভ-লোকসান বিবেচনায় আনা হয়নি। 

মুক্তির তালিকায় থাকা সিনেমার মধ্যে রয়েছে- অন্তরাত্মা, শান, অপারেশন সুন্দরবন, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, মিশন এক্সট্রিম, মিশন এক্সট্রিম-২, বিদ্রোহী, পাপপুণ্য, হাওয়া, বিক্ষোভ, জ্বীন, ক্যাসিনো, দ্বিন দ্য ডে, বর্ডার, পরান, শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২, আগামীকাল, ওস্তাদ,  ডেঞ্জার জোন, লাল মোরগের ঝুঁটি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh