ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধের দাবি

রফিক মজিদ, শেরপুর

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ০২:২৯ পিএম

নদীর পাড়ে দাঁড়িয়ে মানববন্ধন করে স্থানীয়রা। ছবি: সংগৃহীত

নদীর পাড়ে দাঁড়িয়ে মানববন্ধন করে স্থানীয়রা। ছবি: সংগৃহীত

বিগত কয়েক বছরে শেরপুরের নকলা উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে কয়েকশ মানুষ ভিটেমাটি ও সহায়-সম্বলহীন হয়ে পড়েছেন। গত বছর একটি প্রাথমিক বিদ্যালয়, মসজিদসহ গোরস্তান ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হয়ে গেছে। চলতি বছর নকলা উপজেলার প্রায় ২ কিলোমিটার অংশে ভাঙন শুরু হয়েছে।

ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে নকলা উপজেলার ৮ নম্বর চর অষ্টধর ইউনিয়নের দক্ষিণ নারায়খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নদীর পাড়ে দাঁড়িয়ে মানববন্ধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। 

নকলা উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ জানান, ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। 

জামালপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ জানান, নকলা উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙন এলাকায় বাঁধ নির্মাণের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এই মুহূর্তে নেই। তবে ভাঙন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh