টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ০১:৪৯ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২২, ০১:৫৩ পিএম

টস হেরে প্রথমে বোলিং করবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

টস হেরে প্রথমে বোলিং করবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত। অর্থাৎ নিগার সুলতানার দল প্রথমে বোলিং করবে।

এই ম্যাচে ভারতের নিয়মিত অধিনায়ক হারমানপ্রিত কাউরের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন স্মৃতি মান্ধানা।

বাংলাদেশ এবারের এশিয়া কাপে তিন ম্যাচ খেলে দুটিতে জিতেছে। আছে পয়েন্ট তালিকার চার নম্বরে। চার ম্যাচে তিন জয় নিয়ে শীর্ষে ভারত।

বাংলাদেশ একাদশ

নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুর্শিদা খাতুন, ফারজানা হক,, রিতু মনি, লতা মন্ডল, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, সালমা খাতুন, ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা।

ভারতীয় একাদশ

স্মৃতি মান্ধানা (অধিনায়ক), শেফালি ভার্মা, এস মেঘানা, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), কিরন নাভগিরে, পুজা ভ্রাস্ত্রাকার, দীপ্তি শর্মা, স্নেহ রানা, রানুকা সিং, রাজেশ্বরী গাওয়াকঁদ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh