২৮ দিনে প্রায় অর্ধশত কোটি টাকার বই বিক্রি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৭ পিএম | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৮ পিএম

অমর একুশে গ্রন্থমেলা। ছবি: সংগৃহীত

অমর একুশে গ্রন্থমেলা। ছবি: সংগৃহীত

এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রায় অর্ধশত কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য সচিব ড. মুজাহিদুল ইসলাম।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী এই আয়োজনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মুজাহিদুল ইসলাম জানান, এবারের বইমেলায় বাংলা একাডেমি ২৭ দিনে ১ কোটি ২৪ লাখ টাকার বই বিক্রি করেছে।

আর গতকাল সোমবার পর্যন্ত পুরো বইমেলার প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। 

তিনি বলেন, এটা প্রকৃত চিত্র বলা যাবে না। কারণ অনেক প্যাভিলিয়ন তাদের বিক্রির তথ্য দেয়নি। আবার অনেক প্যাভিলিয়নের বই বিক্রির তথ্য গ্রহণযোগ্য মনে হয়নি।

বইমেলার তথ্যকেন্দ্র বলছে এবার ৩ হাজার ৭৫০টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর বাইরেও নতুন বই প্রকাশিত হয়েছে, যা তথ্য কেন্দ্রে আসেনি। আর গতবার মেলায় ৩ হাজার ৪১৬টি নতুন বই প্রকাশিত হয়েছিল।

মুজাহিদুল ইসলাম বলেন, আর্চওয়ে হিসাব অনুযায়ী- এবারের বইমেলায় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দর্শনার্থী এসেছে ৬৩ লাখ ৫৩ হাজার ৪৩৬ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh