মেট্রোরেলের ৪ কোচ নিয়ে জাহাজ মোংলায়

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৯:২৩ পিএম

মোংলা বন্দরে ভিড়েছে জাহাজ এমভি ভেনাস ট্রাম্প। ছবি: বাগেরহাট প্রতিনিধি

মোংলা বন্দরে ভিড়েছে জাহাজ এমভি ভেনাস ট্রাম্প। ছবি: বাগেরহাট প্রতিনিধি

মেট্রোরেলের ৪টি রেলওয়ে কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি ভেনাস ট্রাম্প।

আজ রবিবার (১২ মার্চ) বিকেলে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে পানামা পতাকাবাহী জাহাজ এমভি ভেনাস ট্রাম্প। এর আগে ১৮ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।

এমভি ভেনাস ট্রাম্পের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, জাহাজটিতে ৪টি রেলওয়ে কোচ ও ২টি ইঞ্জিনসহ ৭৮ প্যাকেজের ৩৫৬ দশমিক ৮৬১ মেট্রিক টন ওজনের যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি রয়েছে। জাহাজ থেকে এ সব পণ্য খালাসের পরপরই নদী পথে লাইটার জাহাজে করে ঢাকায় পাঠানো হবে। এরপর উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে এসব পণ্য।

মো. ওয়াহিদুজ্জামান আরো বলেন, এ পর্যন্ত জাপান থেকে ১৫টি জাহাজে মেট্রোরেলের ২৪টি সেটে ১৪৪টি কোচ ও ইঞ্জিন এসেছে। মেট্রোরেলের প্রথম চালান আসে গত বছরের ২৮ মার্চ। প্রথম চালানে এসেছিল ৬টি রেলওয়ে কোচ। ৪টি রেলওয়ে কোচ ও ২টি ইঞ্জিন আসার মধ্য দিয়ে শেষ হলো মেট্রোরেলের ৬ষ্ঠ লাইনের শেষ চালানের পণ্যের আমদানি। মেট্রোরেলের সব মালামাল মোংলা বন্দর দিয়ে আমদানি, খালাস ও পরিবহন হয়ে আসছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh