জনসম্মুখে কিশোরীকে কুপিয়ে হত্যা, বাঁচাতে আসেনি কেউ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৩, ০৯:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে ১৬ বছরের এক কিশোরীকে কুপিয়ে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করেছে এক যুবক। দিল্লির ব্যস্ত রাস্তায় এ ঘটনা ঘটলেও কিশোরীকে বাঁচাতে এগিয়ে আসেনি কেউই।  লোমহর্ষক এ ঘটনা ধরা পড়েছে পাশে থাকা একটি সিসিটিভি ক্যামেরায়। খবর এনডিটির।

ভিডিওতে দেখা যায়, কিশোরীকে ছুরি দিকে একের পর এক আঘাত করছে ওই যুবক। এক পর্যায়ে ছুরিটি আটকে গেলে ঝাঁকি দিয়ে বের করে ঘাতক। এরপর একটি পাথর তুলে নিয়ে কিশোরীকে বার বার আঘাত করতে থাকে সে। পুরো ঘটনার সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অনেকেই তবে কেউই এগিয়ে আসেননি সাহায্যের জন্য। হত্যার পর সবার সামনে দিয়ে পালিয়েও গেছে অভিযুক্ত।  

পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার আগের দিন তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। ঘটনার দিন এক বন্ধুর ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে হামলা চালায় ওই যুবক।  

এ ঘটনায় অভিযোগ গঠন করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনা তদন্তে একটি টিম গঠন করা হয়েছে এবং খুব দ্রুতই ঘাতককে গ্রেপ্তার করা হবে।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh