নুরের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০৭:০৯ পিএম

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। ফাইল ছবি

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। ফাইল ছবি

নিজ বাসভবনে আসামিকে আশ্রয় ও পুলিশের কাজে বাধা দেওয়ায় গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় বাসায় অভিযান চালিয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে আটক করে মহানগর গোয়েন্দা বিভাগের সদস্যরা।

নুর ফেসবুক লাইভে অভিযোগ করেন, পুলিশ তার বাসার দুটি দরজা ভেঙে ঢুকে ইয়ামিনকে আটক করে। এসময় তারা নারকীয় তাণ্ডব চালায় বলেও দাবি করেন নুর।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh