রায়ের কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার ইমরান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০২:৪৮ পিএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৩, ০২:৫০ পিএম

তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। ছবি: সংগৃহীত

তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানে ইসলামাবাদের একটি বিচারিক আদালত তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তোশাখানা মামলায় দোষী ঘোষণা করার পরপরই গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শনিবার (৫ আগস্ট) বিকেলে লাহোরে ইমরান খানকে জামান পার্কের বাসভবন থেকে পাঞ্জাব পুলিশ গ্রেপ্তার করে।

পিটিআই-এর পাঞ্জাব চ্যাপ্টার একটি টুইটের মাধ্যমে প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে জানায়, ইমরান খানকে কোট লাখপত জেলে স্থানান্তরিত করা হচ্ছে।

এর আগে, ইমরান খানকে গত ৯ মে  আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদে হাইকোর্টের প্রাঙ্গণ থেকে আটক করা হয়।

তোশাখানা উপহারের বিবরণ গোপন করার জন্য আদালত ইমরানকে তিন বছরের কারাদণ্ড এবং তাকে ১ লক্ষ রূপি জরিমানা করে। যদিও এসময় তিনি বা তার আইনজীবীরা কেউ উপস্থিত ছিলেন না।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার এ রায় দেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh