বল করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩২ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম

টস করছেন লিটন দাস। ছবি: সংগৃহীত

টস করছেন লিটন দাস। ছবি: সংগৃহীত

মিরপুর শেরে বাংলায় সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি হানা দিয়েছিল। শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়িয়েও পরিত্যক্ত হয়। একই ভেন্যুতে আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে। বৃষ্টির শঙ্কা আছে এই ম্যাচেও।

তবে সময়মতোই টস হয়েছে। টস জিতেছেন কিউই অধিনায়ক লুকি ফার্গুসন। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ বাংলাদেশ ফিল্ডিং করবে।

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি কমিয়ে আনা হয় ৪২ ওভারে। খেলা বন্ধ হওয়ার সময় পর্যন্ত কিউইদের স্কোর ছিল ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬।

এরপর আর বৃষ্টি না থামায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়ং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোলে ম্যাককনচি, ইশ সোধি, কাইলি জেমিসন, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh