দেশব্যাপী উন্নয়ন সমাবেশ কর্মসূচির ঘোষণা যুবলীগের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ০১:০৭ পিএম

যুবলীগের লোগো। ফাইল ছবি

যুবলীগের লোগো। ফাইল ছবি

‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের’ প্রতিবাদে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ।

আজ রবিবার (৮ অক্টোবর) যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। 

কর্মসূচির মধ্যে রয়েছে- সোমবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে সংসদীয় আসনভিত্তিক এবং দেশের সব জেলা-মহানগরে শান্তি ও উন্নয়ন সমাবেশ।

এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন উপলক্ষে শনিবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটায় সিভিল এভিয়েশন মাঠে (কাওলা) সুধী সমাবেশে অংশগ্রহণ করবে যুবলীগ। আর ১৬ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবসমাবেশের আয়োজন করবে সংগঠনটি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh