শেরপুরে অটোচালকের মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ০৪:৫৪ পিএম

অটোচালকের মরদেহ উদ্ধার কাজে পুলিশ। ছবি: শেরপুর প্রতিনিধি

অটোচালকের মরদেহ উদ্ধার কাজে পুলিশ। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে ৬ দিনের ব্যবধানে শাহ আলম (৪০) নামে আরো এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রবিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনীপাড়া গ্রামের এক ধান ক্ষেতের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শাহ আলম শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া আড়ালিয়াকান্দা গ্রামের জসিম উদ্দিন ওরফে ফকির আলীর ছেলে এবং তিন সন্তানের জনক।সংবাদ পেয়ে শেরপুর পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

নিহতের পরিবার ও থানার সূত্রে জানা গেছে, অটো চালক শাহ আলম ইতিপূর্বে ঢাকায় কাজ করতো। তার উপার্জিত আয় দ্বারা সংসার চালাতে না পেরে গ্রামে ফিরে আসে। গ্রামে এসে প্রায় ২ লাখ টাকা দিয়ে একটি অটো রিকশা ক্রয় করে সংসার চালাতে থাকে।

এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার সন্ধ্যার দিকে তার নিজস্ব অটোটি নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। সারারাত তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। রবিবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন ধানক্ষেতের পাশে অজ্ঞাত পরিচয়ে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এসময় নিহত শাহ আলমের গলায় রশি বাঁধা অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া জানান, নিহত অটো চালক শাহ আলমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া শাহ আলম হত্যার পিছনে কে বা কাহারা যুক্ত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh