আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০২:২৮ পিএম

রিখটার স্কেল। ছবি: সংগৃহীত

রিখটার স্কেল। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আজ রবিবার (১৫ অক্টোবর) ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রাদেশিক রাজধানী হেরাতের থেকে প্রায় ৩৪ কিলোমিটার (২১ মাইল) দূরে এবং এর কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে আট কিলোমিটার (পাঁচ মাইল) গভীরে।

সম্ভাব্য হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক সরকারি খবর পাওয়া যায়নি।

গত সপ্তাহে হেরাতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্প ও আফটারশকে হাজার হাজার মানুষ মারা যায় এবং গ্রামগুলো বিধ্বস্ত হয়।

যা সাম্প্রতিক ইতিহাসে দেশটির সবচেয়ে ধ্বংসাত্মক ভূমিকম্পগুলির মধ্যে একটি।

বৃহস্পতিবার জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে নিহতদের ৯০ শতাংশেরও বেশি নারী ও শিশু।

তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, আগের ভূমিকম্পে পুরো প্রদেশে ২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

ইউএন পরিসংখ্যান অনুসারে, জেন্দা জান জেলায় ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। যেখানে ১২৯৪ জন মারা গেছে, ১৬৮৮ জন আহত হয়েছে এবং প্রতিটি বাড়ি ধ্বংস হয়েছে।

ভূমিকম্পের প্রাথমিক ধাক্কার পর অসংখ্য আফটারশক এবং বুধবারের দ্বিতীয় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প গ্রামগুলোর শত শত মাটির ইটের বাড়ি ধ্বংস করে একদম সমতল করে ফেলেছিল। ওই গ্রামের স্কুল, ক্লিনিক এবং পরিষেবা ভেঙে পড়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh