নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তনসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৭:২৫ পিএম | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩, ০৯:০৬ পিএম

নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন। ছবি: বরিশাল প্রতিনিধি

নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন। ছবি: বরিশাল প্রতিনিধি

নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন, পূর্বের নম্বর ভিত্তিক পরীক্ষা পদ্ধতি চালুসহ আট দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

আজ বুধবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন- অভিভাবক মোস্তাফিজুর রহমান, আইরিন আক্তার পপি, নিলুফা খানম, মাহাবুবুর রহমান পিন্টুসহ আরো অনেকে।

বক্তারা বলেন, চলতি বছর থেকে দেশে নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে। নতুন শিক্ষাক্রমে তৃতীয় শ্রেণিতে কোনো পরীক্ষা নেই। চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়তে হবে আটটি বিষয়। নতুন শিক্ষাক্রমে তাত্ত্বিক বিষয়ের চেয়ে শিখনকালীন মূল্যায়নকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে সাময়িক পরীক্ষা। পরীক্ষা পদ্ধতি না থাকায় শিক্ষার্থীরা অধ্যয়নমুখী হচ্ছে না। এছাড়া নতুন শিক্ষাক্রমে আরো একটি সমস্যা ‘চিহ্ন’ ভিত্তিক মূল্যায়ন। এতে অভিভাবকরা অসন্তুষ্ট।

তাই নতুন কারিকুলাম সংস্কার বা বাতিলের পাশাপাশি ৫০-৬০ নম্বরে অন্তত ২টি সাময়িক লিখিত পরীক্ষা চালু, নবম শ্রেণিতে বিভাগ করা, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি চিহ্ন পদ্ধতি বাতিল করে নম্বর ও গ্রেড ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি রাখাসহ আট দফা দাবি তুলে ধরেন অভিভাবকরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh