হালান্ডের জোড়া গোলে ম্যানসিটির জয়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ১১:১৮ এএম

ম্যানচেস্টার সিটির গোল উদযাপন |ছবি: রয়টার্স

ম্যানচেস্টার সিটির গোল উদযাপন |ছবি: রয়টার্স

ইয়াং বয়েজের বিপক্ষে প্রথমার্ধে বেশ কিছু সুযোগ হারাল ম্যানচেস্টার সিটি। বিরতির পর চার মিনিটের মধ্যে দুই দলই পেল জালের দেখা, জমে উঠল লড়াই। পরে জোড়া গোল করে সব অনিশ্চয়তার ইতি টেনে দিলেন তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে শতভাগ জয়ের ধারা ধরে রাখল পেপ গার্দিওলার দল। বুধবার (২৫ অক্টোবর) রাতে সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজকে ৩-১ গোলে হারাল ইংলিশ চ্যাম্পিয়নরা। সবগুলো গোলই হয় দ্বিতীয়ার্ধে। সিটিকে শুরুতে এগিয়ে দিয়েছিলেন ডিফেন্ডার মানুয়েল আকনজি।

৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে সিটি। একই সময়ে হওয়া আরেক ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ৩-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লাইপজিগ। ইয়াং বয়েজ ও বেলগ্রেডের ১ পয়েন্ট করে। তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় সিটি। বক্সে রদ্রির হেড অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ষষ্ঠ মিনিটে সিটির মাথিয়াস নুনেসের প্রচেষ্টা উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

২৪তম মিনিটে হালান্ডের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৩তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল সিটি। নুনেসের শট জালের দিকে যাচ্ছিল, গোললাইন থেকে ক্লিয়ার করেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় সিটি। ৪৮তম মিনিটে রদ্রির ক্রসে রুবেন দিয়াসের হেড গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে, ফিরতি বল কাছ থেকে জালে পাঠান সুইস ডিফেন্ডার আকনজি।

তাদের সেই আনন্দ যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫২তম মিনিটে সমতা ফেরায় স্বাগতিকরা। মাঝমাঠ থেকে সতীর্থের পাস ধরে বক্সের বাইরে থেকে লব শটে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান মেশাক এলিয়া।

৬৫তম মিনিটে আবার লিড পুনরুদ্ধার করে সিটি। রদ্রি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি দেন রেফারি। সফল স্পট কিকে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোল করেন হালান্ড।

মাথিয়াস নুনেসের বদলি নামার পরপরই ৭৪তম মিনিটে দারুণভাবে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস। তবে আক্রমণের শুরুতে জ্যাক গ্রিলিশের হাতে বল লাগায় ভিএআরের সাহায্যে গোল দেননি রেফারি।

নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে চমৎকার গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন হালান্ড। বক্সে জায়গা বানিয়ে ডান পায়ের শটে ওপরের কোণা দিয়ে লক্ষ্যভেদ করেন নরওয়ের তারকা।

‘ই’ গ্রুপের ম্যাচে সেল্টিকের মাঠে ২-২ ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ। গ্রুপের আরেক ম্যাচে লাৎসিওকে ৩-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফেইনুর্ড। দুই নম্বরে আতলেতিকোর পয়েন্ট ৫। ৪ পয়েন্ট নিয়ে লাৎসিও আছে তিনে। সেল্টিকের ১ পয়েন্ট।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh