গাজীপুরে শ্রমিকদের তাণ্ডব, পুলিশের পিকাআপে আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০৩:৩০ পিএম

বেতন বাড়ানোর দাবিতে আবারো আন্দোলনে শ্রমিকরা। ছবি: গাজীপুর প্রতিনিধি

বেতন বাড়ানোর দাবিতে আবারো আন্দোলনে শ্রমিকরা। ছবি: গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আবারো আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। উত্তেজিত শ্রমিক দল একটি পুলিশের পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

বেতন বাড়ানোর দাবিতে টানা ৭ম দিনের মতো আজ সোমবার (৩০ অক্টোবর) গাজীপুরে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা।

সকাল ৯টা থেকে ভোগড়া বাইপাসের আশপাশের এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। এসময় তারা কয়েকটি কারখানায় ভাঙচুর চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে।

এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় উত্তেজিত একদল শ্রমিক একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

জিএম‌পি বাসন থানার ওসি আবু সি‌দ্দিক জানান, শ্রমিক‌দের শান্ত করতে চেষ্টা চালানো হচ্ছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh