পশুর নদীতে ৮০০ টন কয়লা বোঝাই জাহাজ ডুবি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ০৭:৩৩ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম

ডুবে যাওয়া এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১। ছবি: বাগেরহাট প্রতিনিধি

ডুবে যাওয়া এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১। ছবি: বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে “এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১” নামক কয়লা বোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে।

আজ শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে পশুর নদীর কানাইনগর সংলগ্ন এলাকায় তলা ফেটে লাইটারটি ডুবে যায়। এর আগে সকাল পৌনে ৯টার দিকে চরে তলা ফেটে কানাইনগর এলাকায় আটকে যায় জাহাজটি। তবে লাইটারে থাকা ১২জন কর্মচারী তাৎক্ষণিকভাবে সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হয়েছেন। ৮০০ টন কয়লা লাইটারটি হাড়বাড়িয়া এলাকায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়া উদ্দেশে যাচ্ছিল। জাহাজটি ডুবে গেলেও চ্যানেলে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


বাংলাদেশ লাইটার শ্রমিক এসোসিয়েশনেরসহ সভাপতি মাইনুল হোসেন মিন্টু বলেন, ডুবে যাওয়া জাহাজটি কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়া ঘাটে যাচ্ছিল। পশুর নদীর কানাইনগর এলাকায় পৌঁছালে চরে ধাক্কা লেগে লাইটারটির তলা ফেটে যায়। পরে দুপুরের দিকে জোয়ার আসলে লাইটারটি ডুবে যায়।

পরিস্থিতি স্বাভাবিক হলে মালিক পক্ষ লাইটারটিকে উদ্ধার করবেন বলে জানান এই শ্রমিক নেতা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh