ভূমিকম্পে কাঁপল ইস্তাম্বুল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম

রিখটার স্কেল। ছবি: সংগৃহীত

রিখটার স্কেল। ছবি: সংগৃহীত

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের দক্ষিণে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তবে আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিক পাওয়া যায়নি।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডির তথ্য বলছে, ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো ইস্তাম্বুল ৬০ কিলোমিটার দক্ষিণে বুরসা শহরের কাছে মারমারা সাগরের জেমলিক উপকূলে। ভূমিকম্পের গভীরতা ছিলো প্রায় ৯ কিলোমিটার।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের প্রভাবে ইস্তাম্বুল ও আশপাশের অন্যান্য অঞ্চলে কম্পন অনুভূত হয়। বাসিন্দারা ভয়ে বাড়ি ও অফিস ভবন ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসে।


সূত্র- এএফপি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh