ইসরায়েলের বোমা হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৩ এএম

সামের আবুদাকা। ছবি: সংগৃহীত

সামের আবুদাকা। ছবি: সংগৃহীত

ইসরায়েলের বোমা হামলায় সামের আবুদাকা নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা আরবির ক্যামেরাপারসন হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় আল জাজিরা আরবির গাজা ব্যুরো প্রধান ওয়ায়েল দাহদুহ আহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় আবুদাকাকে নিয়ে সেখানকার ফারহানা স্কুল থেকে ইসরায়েলি হামলার সংবাদ প্রচার করছিলেন দাহদু।  

ইসরায়েলি বোমা হামলা অব্যাহত থাকায় ঘটনার পরপরই উদ্ধারকারীরা আহত সামের কাছে পৌঁছাতে পারেননি। এতে একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। আর বাহুতে আঘাত পাওয়া দাহদুহ কোনো মতে সেখানকার নাসের হাসপাতালে পৌঁছাতে সক্ষম হন। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফারহানা স্কুলের আশপাশে শুক্রবার ভারী গোলাগুলির ঘটনা ঘটে।

সামের আবুদাকার নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে)। নিন্দা জানিয়ে এক এক্স বার্তায় সংস্থাটি গাজায় সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের দাবিও পুনর্ব্যক্ত করে। 

প্রসঙ্গত, গত সপ্তাহে আইএফজের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধে চলতি বছর ৭২ জন সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন।

এর আগে, অক্টোবরে ইসরায়েলি হামলায় স্ত্রী-সন্তান হারিয়েছিলেন ওয়ায়েল দাহদুহ। ওই শোক সামাল দিয়ে দ্রুত সময়ের মধ্যে আবার সংবাদ সংগ্রহের কাজে নেমে পড়েছিলেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh