এবার তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:৩৪ পিএম

রিখটার স্কেল। ছবি: সংগৃহীত

রিখটার স্কেল। ছবি: সংগৃহীত

৬ দশমিক ৩ মাত্রায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। আজ রবিবার (২৪ ডিসেম্বর) দেশটির পূর্ব উপকূলের কম জনবহুল একটি অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের তাইতুং কাউন্টি থেকে ১৬ দশমিক ৫ কিলোমিটার গভীর সমুদ্রে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। যার কারণে তাইওয়ান ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh