সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুখবর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৪ পিএম

বাংলাদেশ সরকার লোগো। ফাইল ছবি

বাংলাদেশ সরকার লোগো। ফাইল ছবি

ছুটি নিয়ে সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ৭ জানুয়ারি সাধরণ ছুটি থাকায় টানা তিন দিন সরকারি ছুটিতে যাচ্ছে দেশ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে রবিবার (২৫ ডিসেম্বর) চিঠি দিয়েছেন ইসির উপসচিব মো. আতিয়ার রহমান।

২০২৪ সালের ৭ জানুয়ারি রবিবার। ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করা হলে টানা তিন দিন সরকারি ছুটিতে যাবে দেশ। এর আগে শুক্র ও শনিবার অর্থাৎ ৫ ও ৬ জানুয়ারি সাপ্তাহিক ছুটি পাবেন সরকারি কর্মজীবীরা।

ইসির দেয়া চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। নির্বাচন কমিশন ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে। সাধারণত ভোটের দিন সারাদেশে সাধারণ ছুটি থাকে। সেই ধারাবাহিকতায় এবারের নির্বাচনের দিনও ছুটি থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh