জাপানে শক্তিশালী ভূমিকম্পে ৮ জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ০৮:২৮ এএম

ভূমিকম্পে ধসে পড়া ভবন। ছবি- রয়টার্স

ভূমিকম্পে ধসে পড়া ভবন। ছবি- রয়টার্স

জাপান সাগরের নোটো অঞ্চলে গতকাল সোমবার (০১ জানুয়ারি) ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘত হানে। সেই ভূমিকম্পে এখন পর্যন্ত ৮জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। আশঙ্কা করা হচ্ছে, বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন অনেকেই।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল ৪টার দিকে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানের নতো অঞ্চলের ইশিকাওয়া প্রিফেকচারে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। 

হাওয়াই-ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র গতকাল জানায়, ভূমিকম্পের পরপরই ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা শহরে ১ দশমিক ২ মিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে। জাপান উপকূলে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ মিটারের (১৯০ মাইল) মধ্যে আরও বিপজ্জনক সুনামি আঘাত হানতে পারে। 

একই সময়ে সুনামি সতর্কতা জারি করেছিল জাপানের আবহাওয়া সংস্থা। সংস্থাটি জানায়, সুনামির প্রভাবে পানির স্রোত ৫ মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে। এ কারণে জনগণকে যত দ্রুত সম্ভব উঁচু ভূমি বা নিকটবর্তী ভবনের চূড়ায় চলে যাওয়ার পরমর্শ দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছরের শুরুতে সমুদ্র তীরে রাত কাটানোর হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। পরে ভূমিকম্প আঘাত হানলে তাদের উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়।

তবে জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, ইতিমধ্যে সুনামি সতর্কতা প্রত্যাহার করে নিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।

ভূমিকম্পের পর জাপানের সামরিক বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে। তারা খাদ্য, পানি এবং আশ্রয়ের যাবতীয় সরঞ্জাম সরবরাহ করতে শুরু করেছে। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, ভূমিকম্পের পর উদ্ধারকাজ শুরু হয়েছে। 

কিশিদা আরও বলেন,  শক্তিশালী ভূমিকম্পে অনেক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়েছে অনেক ভবন। এ কারণে সেনাবাহিনীর উদ্ধারকারী দলের ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।  

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, জাপানকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমেরিকা প্রস্তুত রয়েছে।

সূত্র- বিবিসি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh